Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
দৌলতপুরে ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে ইউসুফ আলী নামে ১ জন নিহত

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

|

৩০ মাঘ ১৪৩১

|

১২ শা'বান ১৪৪৬

বুধবার,

১২ ফেব্রুয়ারি ২০২৫

|

৩০ মাঘ ১৪৩১

|

১২ শা'বান ১৪৪৬

ABC News

দৌলতপুরে ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে ইউসুফ আলী নামে ১ জন নিহত

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২৫

দৌলতপুরে ব্যাডমিন্টন খেলার দ্বন্দ্বে ইউসুফ আলী নামে ১ জন নিহত

 

মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ ( ৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেসের ছেলে ও ইউসুফের ছেলেদের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে শুক্রবার রাত ৮ টার দিকে এলমেচ সহ তার ভাতিজারা  ১০/১২ জন দেশীয় অস্ত্র হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের ওপর হামলা করে।এ হামলায় ইউসুফসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। ঢাকায় নেয়ার পথে ১১ জানুয়ারি শনিবার ভোরে ঢাকা মুহাম্মদ একটি হাসপাতালে ইউসুফের মৃত্যু হয়।

এবিষয়ে নিহত ইউসুফের ছেলে হাবিবুর রহমান বলেন শুক্রবার রাত ৯ টার দিকে ১০/১২ জন  মান্দারতা গ্রামের সোলই মিয়ার ছেলে এলমেচ (৫০), শরব আলীর ছেলে আন্তাব ( ৩০), এলমেচের ছেলে লিটন (২২) ও  দিদার ( ২০),নজেশ সেকের ছেলে নজরুল (২২), শরবের ছেলে তরব আলী (২২),নজেশের স্ত্রী রোজিনা (৪৫), সলই শেকের ছেলে শরব আলী ( ৬০) ও শরব আলীর স্ত্রী শান্তি বেগম ( ৫০) সহ আরোও কয়েক জন লোক আমাদের বাড়িতে ঘরে ঢুকে এলোপাথাড়ি ভাবে আমাদের মারপিট করতে থাকে । এক পর্যায়ে আমার পিতা ইউসুফ আলীর মাথায় হাতুড়ি ও ধারালো দা দিয়ে কোপাতে থাকে । আমার পিতা মাটিতে লুটিয়ে পড়ে।পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আমার আব্বাকে উদ্ধার করে ঘিওর হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে ঢাকা হাসপাতালে আমার পিতা মৃত্যুবরণ করে।এসময় তাদের পরিবারের দাবী অপরাধীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

 

এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, ‘দুই দিনের এই বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা একটা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতাও ছিল না। তারপরেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি ওসি তৌফিক আজম জানান, ব্যাডমিন্টন খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউসুফ আলীকে হত্যা করা হয়েছে। ঘটনা জানামাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মরগে প্রেরণ করা হয়েছে।দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন পুলিশের এই কর্মকর্তা। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার   প্রক্রিয়াধীন রয়েছে।