শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

দৌলতপুরে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ষ্টাফ রিপোর্টার : মোঃ শাহ আলম:

প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৬ ডিসেম্বর ২৩

আপডেট: ০৭:৫৩ পিএম, ২৬ ডিসেম্বর ২৩

দৌলতপুরে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক ছেলেদের মধ্যে থেকে নির্বাচিত সুফল-ভোগীদের মাঝে  উপকরণ বকনা (বাছুর) বিতরণ করা হয়েছে।

 ২৬শে ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার জিয়নপুর ইউনিয়নের বন্যা ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের  আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২য় প্রথম পর্যায়ে ১৬ জন নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে থেকে নির্বাচিত সুফল রোগীদের মাঝে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়।

বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতি কে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, চরকাটারি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশিকুর রহমান চৌধুরী বলেন- ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য আমাদের সরকারি কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। যাতে করে এই সম্পদ আমাদের আরো বৃদ্ধি পায় । তিনি আরো বলেন আপনারা কখনোই চায়না দুয়ারী ব্যবহার করবেন না ।চাইনা দুয়ারী ব্যবহার থেকে আপনারা বিরত থাকুন ।কারণ চায়না দুয়ারী ব্যবহার করলে আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের দেশীয় উপজাতির মাছগুলো বিলুপ্তির পথে চলে যাবে। তখন আপনাদেরই ক্ষতি হবে। তিনি আরো বলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে । এটা একটা ভালো উদ্যোগ তাই আপনারা ইলিশের মৌসুমে ইলিশ ধরা থেকে বিরত থাকুন।