
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়নে আলোচনা সভা ও নিবন্ধিত প্রান্তিক জেলেদের মধ্যে নির্বাচিত সুফল জেলেদের মাঝে উপকরণ ( বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
৫ই মার্চ মঙ্গলবার দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নে আমতুলী ফেদুসেক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকাল ১১ ঘটিকার সময় ২০২৪/২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ছেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে ৪ টি ইউনিয়নে ১৬ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা সূরাইয়া আক্তার তন্নীর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মাহবুবুল হক , উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন, জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, জিয়নপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সবুর মিয়া, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ মাসউদুর রহমান,অফিস সহকারী মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন -আপনারা ইলিশ সংরক্ষণ মৌসুমে সরকারি সকল নির্দেশনা মেনে চলেছেন ।এ কারণে আপনাদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। এই বাছুরগুলো আপনারা যত্ন সহকারে লালন পালন করবেন । তাহলেই আগামী দুই বছরের মধ্যে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এই গরু আপনারা বিক্রি করতে পারবেন না এগুলো আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার দিয়েছেন।