
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, গাছের চারা বিতরণ,বীজ ও সার বিতরণ ও ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকার সময় খামার বাড়ি মানিকগঞ্জের আয়োজনে দৌলতপুর উপজেলা সম্প্রসারিত হলরুমে আলোচনা সভা, কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ শেষে উপজেলা চত্বর কৃষি অফিসের সামনে মাঠে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মানিকগঞ্জের উপ-পরিচালক ড. রবীআহ নুর আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম।
এসময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করুন প্রকল্পের প্রকল্প পরিচালক আ.ন.ম. আনোয়ারুল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আহসানুল আলম।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক।
এছাড়া উপস্থিত ছিলেন ৭ উপজেলার কৃষি কর্মকর্তা।এবার মেলায় ১০ টি ষ্টোল রয়েছে।