কবিতাঃ পথের ডাক
ইব্রাহিম খলিল সরকার
--------------------------------
'তেলের দামে লাগছে আগুন'
আমার কী ভাই তাতে!
আমি তো আর তেল কিনি না,
নেই তো ওসব জাতে।
আমি আছি বেশ তো সুখেই
চাকরি ছোট ম ম,
মাইনে যা পাই, তাতেই বাঁচি
তেলাপোকা সম।
চাল কিনে খাই ডালও কিনি
কিনি ওষুধ জামা,
সুযোগ পেলেই যাই শহরে
যেথায় ফজলু মামা।
শুনছি পথে নামছে মানুষ
দাম কমাতে কিছু,
ভাবছি আমি ক্যান যাব হে
ওদের পিছুপিছু?
এ-সব কথা জোরসে গলায়
বললো আজম খান,
পান চিবিয়ে বললো আরও-
শোন্ মদিনার গান।
সবাই যখন কথার মোহে
হাই তুলেছে মুখে,
পিছন থেকে অমর্ত্য সেন
উঠলো ভীষণ রুখে।
তেলেই চলে কারখানা আর
ঘোরে বাসের চাকা,
তেল ছাড়া হয় সেচের জমি
আবাদ বিহীন ফাঁকা।
বাঁচতে হলে রাজপথে আয়
শোন রে হাঁদারাম-
তেলের দামেই সৃজন ঘটে
সব জিনিসের দাম।