কবিতা
মোদের দেশ
বেলাল হোসেন রৌমারী।
মোদের দেশ বাংলাদেশ ফুলে ফলে ভরা,
শহর গ্রাম সাগর নদী সব বিষয়ে সেরা।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান অনেক জাতি আছে,
দেশটা সবাই বাসে ভালো প্রিয় সবার কাছে।
হিংসা নিন্দা নাইকো মোদের থাকি মিলে মিসে,
পাশাপাশি মসজিদ মন্দির আছে এইনা দেশে।
স্বাধীন দেশের মানুষ মোরা আছে স্বাধীনতা
সত্য পথের পথিক মোরা বলি সত্য কথা।
সাগর নদী আছে সবি আরও কত খাল
মনের সুখে নদীর বুকে মাঝি টানে জাল।
আষাঢ় মাসে বর্ষা আসে নদী থাকে ভরা
চৈত্র মাসে বাতাস বহে ছাড়ে দারুণ খড়া।
হেমন্তকালে মাঠে মাঠে দোলে সবুজ ধান,
একটি নজর দেখলে সবার জুড়িয়ে যায় প্রাণ।
গাঁয়ের মেয়ে কলসি কাখে যায় নদীর ঘাটে,
রাখাল ছেলে বাজায় বাঁশি গরু চড়ায় মাঠে।