পদ্মা উৎপাদন মুখী সমবায় সমিতির সুবিধা বঞ্চিত নারীদের মাঝে পিপিই ও গার্মেন্ট মেকিং বিষয়ক ৪ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ পত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।
গত রবিবার ২৫ শে ফেব্রুয়ারি মানিকগঞ্জ এনপিআই হল রুমে ইউএনডিপির সহতায় ও ন্যাশনাল পলিটেকনিক এর আয়োজনে ৪০ জন নারীকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ ও সমাপনী দিনে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:ড.প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন,ইউএনডিপির প্রোগ্রাম ম্যানেজার মো.জাহিদ হোসেন, ইউএনডিপি প্রতিনিধি শান্তূনু সাহা, সমবায় অফিসের পরিদর্শক মো. বিল্লাল হোসেন এবং হাসমত আলী খান,সিআরপি অধ্যক্ষ ইঞ্জি.মাহবুব হোসেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়াও পদ্মা উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি, সহ সভাপতি ও অন্যান্য সদস্য সহ ৪০জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।