Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
দৌলতপুরে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক ও ভক্তদের মিলনমেলা 

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

|

১৭ বৈশাখ ১৪৩২

|

০১ জিলক্বদ ১৪৪৬

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

|

১৭ বৈশাখ ১৪৩২

|

০১ জিলক্বদ ১৪৪৬

ABC News

দৌলতপুরে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক ও ভক্তদের মিলনমেলা 

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২৫

দৌলতপুরে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক ও ভক্তদের মিলনমেলা 

 

 মানিসকগঞ্জের দৌলতপুর  হযরত শাহ দাবির উদ্দিন ফকির আল- চিশতিয়া  (র:)এর দরবার শরীফে ৩ দিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক, বিচার গান ও লালনগীতি ও ভক্তদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

 ১৬  ফেব্রুয়ারী রবিবার হযরত শাহ দাবির উদ্দিন ফকির আল- চিশতিয়া (র:) এর দরবার শরীফ চকহরিচরন উওর পাড়া দবির উদ্দিন ফকির এর নিজ বাড়িতে বাদ এশা কুষ্টিয়ার বিখ্যাত শিল্পীদের সমন্বয়ে লালন সংগীত এর মাধ্যমে ভক্তদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

ভক্তদের মিলনমেলা মেলা ও ওরশ মোবারক এ সভাপতিত্ব করেন  জালাল উদ্দিন পীরসাহেব,গদীনিশান, দাবির উদ্দিন ফকির আল- চিশতিয়া দরবার শরীফ, চকহরিচরন।

ওরশ মোবারক ১৪ ফেব্রুয়ারি বাদ ফজর বৈঠকী গান শেষে ভক্তদের মাঝে তোবারক বিতরণ। ১৫ ফেব্রুয়ারি বাদ এশা হতে বিখ্যাত শিল্পীদের নিয়ে বিচার গানের আসর ফকির আবুল সরকার ফরিদপুরী বনাম বাউল সম্রাট মুক্তা সরকার ঢাকা।

অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় এলাকার পীর মাশায়েখ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজ ।খেদমতে ছিলেন দরবারের ভক্ত বৃন্দ ও সদর চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।

অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভা বর্ধন করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু সহ বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দলের নেতা কর্মী বৃন্দ, এলাকার গন্যমান্য ও সুশীল সমাজ।