শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১১পদে বিএনপি বিজয়ী

মৌসুমী খন্দকার, মানিকগঞ্জ:

প্রকাশিত: ১০:০৮ পিএম, ০১ মার্চ ২৪

আপডেট: ১০:১১ পিএম, ০১ মার্চ ২৪

মানিকগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১১পদে বিএনপি বিজয়ী

 

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি সহ ১১টি পদে বি এন পি সমর্থীত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। মোট ১৫ টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ মাত্র ৪টি পদে আওয়ামী লীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয় অর্জন করেছন।

গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে আইনজীবী সমিতির নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশীদ ফলাফল ঘোষনা করেন।সে সময় তিনি বলেন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। খুব শীগ্রই নির্বাচিতদের শপথ গ্রহনের মধ্য দিয়ে তাদের হাতে দায়িত্বভার হস্তান্তর করা হবে।

নির্বাচন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।জেলা আইনজীবী ভবনের চতুর্থ তলায় ভোট গ্রহনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ৬২৭জন এর মধ্যে ভোট পড়েছে ৫৮৭ টি।।সন্ধ্যা ছয়টার দিকে প্রদত্ত ভোট গননার কাজ শুরু হয়, এবং শুক্রবার সকাল  পৌনে নয়টা নাগাদ শেষ হয়।

নির্বাচন কমিশনারের ঘোষণাকৃত ফলাফলের প্রেক্ষিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জসিমউদ্দীন আহম্মেদ, তার প্রাপ্য ভোট ২৯৭টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নজরুল ইসলাম বাদশা তিনি পেয়েছেন ২৮২টি ভোট।সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থীত আওয়ামীলীগ সমন্বয় পরিষদের সরওয়ার হোসেন ৩৪২ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আজাদ খান পেয়েছেন ২২৭টি ভোট।

এছাড়া বি এন পি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সহসাধারণ সম্পাদক পদে তানিয়া আজাদ ৩৩২ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  এবং অর্থ সম্পাদক পদে আবুল খায়ের মুহাম্মদ আতাউর রহমান  যার প্রাপ্ত ভোট ৩৫১টি,পাঠাগার সম্পাদক পদে মো.শফিকুল ইসলাম তার প্রাপ্ত ভোট ৩০৯ টি, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ আরিফ হোসেন লিটন তার প্রাপ্ত ভোট ৩৬৮ টি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সোলায়মান হোসেন তার প্রাপ্ত ভোট ৩২৩টি, হিসাব নিরীক্ষক পদে মাইনউদ্দিন লিটন তার প্রাপ্ত ভোট ৩২৮টি এবং কার্য নির্বাহী সদস্য পদে ওমর ফারুক ৩৫৮ টি ভোট, মো. বুলবুল ৩২৬ টি ভোট, এনামুল হক ৩০০ টি ভোট এবং সোলায়মান কবির২৯০ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এদিকে আওয়ামীলীগ সমর্থীত আইনজীবী সমন্বয় পরিষদে সহসভাপতি পদে আহসান হাবীব ৩১৩টি ভোট,  নিরীক্ষক পদে মোশাররফ হোসেন ২৯৮টি ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে খন্দকার সুজন হোসেন ২৯৫ টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন।