মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য বিটিভি জেলা প্রতিনিধি একে আজাদ এর অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১ঘটিকার সময় প্রেসক্লাবের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । সেখানে মরহুম পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং ৭ উপজেলার প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত হন ।
শোক সভায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম ছানোয়ার ছানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাবুল হোসেন, সাবেক সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ জাহান বিশ্বাস,যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ,৭১ টিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির,সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউসুফ আলী,প্রথম আলোর জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম,মাইটিভির জেলা প্রতিনিধি আজিজুল হক, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহি প্রমুখ।
এসময় ৭ উপজেলার সভাপতি/সম্পাদক সহ জেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
শোক সভায় প্রত্যেকেই আজাদের জীবনের বিভিন্ন স্মৃতি বিজড়িত কাহিনী বলেন এবং আবেগ প্রবণ হয়ে তার পরিবারের সামনে শোক সভায় কান্নায় ভেঙে পড়েন।