মানিকগঞ্জের সিংগাইরে তিন প্রতিবন্ধীর বাবা আব্দুল কুদ্দুস (৫২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
এর আগে দুজনকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত এ মামলায় ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স এ বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি সিংগাইরের চান্দহর ইউনিয়নের আটিপাড়া দেওয়ান বাড়ি মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুদ্দুসকে হত্যা করে আসামীরা। এর আগে ২০ ফেব্রুয়ারিতে ২ জনকে আটক করা হয়।
গতকাল ২৮ ফেব্রুয়ারি বুধবার ভোর ৪ টায় ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি টিম ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে - প্রধান আসামী সিংগাইর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর(৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর এলাকার সামসুল হকের ছেলে মোখলেস (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন(৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল(২৩)।
প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি সকালে দু’গ্রুপের আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় সংঘর্ষে আহত হন আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত কুদ্দুস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।
এবিষয়ে নিহত পরিবারের দাবি অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।