মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৫টি ড্রেজার মেশিনসহ ১০ হাজার ফিড পাইপসহ ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন।
১৪ নভেম্বর দুপুরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরমাস্তুল নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এ সব ধ্বংস করে।
জানা গেছে, সরকারি নিষিদ্ধ ঘোষিত ড্রেজার দীর্ঘদিন ধরে চকমিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী এলাকায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছিলো। ড্রেজার চালানোর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিনসহ ১০ হাজার ফিড পাইপ ধ্বংস করে ।
ভ্রাম্যমান আদালতের উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম জানান, ড্রেজার চলার ফলে নদী, ফসলি জমি ও ঘর-বাড়ি নদীগর্ভে বিলিন হওয়ায় জনস্বাস্থ্য রক্ষার কারণে অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।