মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার হাজী রফিকুল ইসলাম মডেল স্কুল থেকে প্রধান শিক্ষক আলামিন ( ৩০)কে হত্যার উদ্দেশ্যে অপহরণের সময় স্থানীয় জনতা ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ মঙ্গলবার ১২ টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের পনতিরছা বাজারের পাশে হাজী রফিকুল ইসলাম মডেল স্কুলের ভিতরে ঘটনাটি ঘটে । আলামিন মিয়া রামচন্দ্রপুর গ্রামের তারা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত ওই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, মঙ্গলবার ১২ দিকে আলামিন শিক্ষকদের নিয়ে মিটিং করছিলেন এর মধ্যে ২ টি হাইস গাড়িতে করে ১৮/২০ জনের মত
কিছু বখাটে ছেলে স্কুলের ভিতরে ঘুকে পড়ে আলামিন কে বলে জিজ্ঞাস করে ।পরে স্কুলের শিক্ষকরা বলেন ওনি আলামিন ।পরে তাঁকে ধরে নিয়ে মারধর করে এবং জোর করে গাড়ীতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আলামিন কে উদ্ধার করে ,এবং ১০ জনকে আটক করতে সক্ষম হয় ।পরে পুলিশকে খবর দিয়ে তাদেরকে সোপর্দ করে। বাকীরা গাড়ীতে করে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ছেলেরা গাজীপুর,ঢাকা ও মানিকগঞ্জ জেলা ও উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার গাজীপুর সদর থানার উওর বুরুলিয়া গ্রামের ছেলে মেয়ের ছেলে সাঈদ আনোয়ার রিজু ( ২৫), মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বলধারা গ্রামের দুলাল হোসেনের ছেলে নাদিম মাহমুদ (২৫), মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চর সিঙ্গাইর গামের ওহাব আলীর ছেলে মজিবুর ইসলাম (৫৫), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হিজদিয়া যাত্রাপুর গ্রামের শাজাহান আলীর ছেলে নাঈম ইসলাম স্বাধীন (১৮), ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই (বরাত নগর) গ্রামের বাবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম(২২), ঢাকা জেলার ধামরাই উপজেলার হুজুর টোলা গ্রামের রুস্তম আলীর ছেলে ওমর সানি (২১), ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই( বরত নগর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিজয় আহমেদ ( ২২), একই জেলার একই উপজেলার ধামরাই গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে রাজামিয়া (২২), একই উপজেলার একই থানার একই গ্রামের খুশিমোহন সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২১) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই বরত নগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জিহাদুল ইসলাম (২১) ।
এদিকে অপহরণের সূত্রপাত জানা গেছে - দৌলতপুর উপজেলার পনতিরছা গ্রামের বেল্লাল মিয়ার মেয়ে নার্গিস( ২৮) এর সাথে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোলড়া গ্রামের মজিবর এর ছেলের সাথে ডোবাই প্রবাসী রাজু মিয়ার সাথে পারিবারিক ভাবে দুই পক্ষের সম্মতিক্রমে ১০ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে সংসার ভালোই চলছিল। গত তিন বছর যাবত তার স্বামীর সাথে একই এলাকার একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠায় । তার স্বামী নার্গিসকে ভালো চোখে দেখেনা । গত দুই বছর পূর্বে রাজু মিয়া শশুর বাড়ির সহযোগিতায় মোটা অংকের টাকার সহযোগিতা নিয়ে বিদেশ চলে যান । বিদেশ যাওয়ার পর থেকে স্ত্রী নার্গিসের সাথে তেমন কোন যোগাযোগ হয় না এবং তার ভরণপোষণ সহ তার একটি সন্তান রয়েছে টাকা পয়সা দেয় না। টাকা চাইলে তাকে হুমকি প্রদান করে।
অন্য দিকে ছেলে পক্ষের অভিযোগ নাগিসের সাথে আলামিন নামে একটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে।একারনে সে দৌলতপুর থাকে স্বামীর বাড়িতে যায়না।
এ ঘটনায় স্বামীর বাড়িতে না যাওয়ায় ছেলের বাবা মজিবর ও মাতা তাছলিমা বিদেশে প্রবাসী ছেলে রাজীবের সাথে কথা বলে অপহরণ চক্রের সাথে কথা বলে টাকা দিয়ে ভাড়া করে ২ টি গাড়ীতে করে ১৮/২০ জনের মত লোক এসে দৌলতপুর উপজেলার হাজী রফিকুল ইসলাম মডেল স্কুলে এসে আলামিন কে জোর করে ধরে হত্যার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের মধ্যে থেকে ১০ জন ছেলেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে ।
এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম বলেন, আলামিনকে গাড়ীতে করে উঠিয়ে অপহরণ করার সময় স্থানীয় জনতা আলামিন কে উদ্ধার করে এবং ঘটনা স্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ থানায় নিয়ে আসে। এবিষয়ে এখানে মামলা হয়নি মামলা রজুর প্রস্তুতি চলছে।