আশুলিয়া ধলপুর এলাকার মোঃ সিদ্দিকুর রহমান ও মিনারা বেগমের ছোট মেয়ে রিভা দুই মাস হয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি।
গত ২৩ সেপ্টেম্বর নিখোঁজের পর আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন রিভার বাবা। অভিযোগের উপর ভিত্তি করে ২৬ সেপ্টেম্বর একটি মামলা হয়। মামলায় ধলপুরের মো:সালাম ও মোছা: রাজিয়া দম্পতির একমাত্র ছেলে মো: সিয়ামকে ১ নং আসামী এবং মো: সালাম ২ নং ও তার মা মোসাম্মৎ রাজিয়া বেগমকে ৩নং আসামি করা হয়। আশুলিয়া থানার মামলা নং - ৫৬/৬১৯।
মামলা হলেও দশম শ্রেণীতে পড়ুয়া রিভা এখনো উদ্ধার হয়নি। রিভার বাবা-মায়ের দাবি আশুলিয়া থানা পুলিশের অবহেলা আর সময় নেয়ার কারণে তার মেয়ে এখনো উদ্ধার হয়নি এবং ২ ও ৩ নং আসামি জামিনে আসার সুযোগ পেয়েছে। রিভার মা-বাবা দাবি করছেন যে জামিনে আসার পর থেকেই মো: সালাম ও তার স্ত্রী তাদেরকে প্রতিনিয়ত হুমকি ধামকি আর ভয় ভীতি দেখাচ্ছে। মামলা উঠিয়ে নেয়ার চাপ প্রয়োগ করছে। নিখোঁজ মেয়ে রিভার বাবা-মা চিন্তা গ্রস্থ যে আসলে তার মেয়ে বেঁচে আছে নাকি তার মেয়েকে মেরে ফেলা হয়েছে। মেয়ের মা মিনারা বেগম প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। তার একটাই কথা সে তার মেয়েকে ফিরে পেতে চাচ্ছে। রিভার বাবা- মা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকলের কাছে সাহায্য চাইছেন যেন তার মেয়েকে উদ্ধার করে সঠিক তদন্ত-পূর্বক প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হয়।