Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
মানিকগঞ্জে  প্রবাসীর স্ত্রী খুন

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

মানিকগঞ্জে  প্রবাসীর স্ত্রী খুন

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২৪

মানিকগঞ্জে  প্রবাসীর স্ত্রী খুন

 মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে তানিয়া আক্তার (২৪) নামের এক প্রবাসীর স্ত্রী খুন হয়েছে। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে  মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদিআরব প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।

নিহত তানিয়ার শাশুড়ী সুরেজা বেগম জানান, সোমবার রাতে খাবার খেয়ে তার ছেলের বউ, নাতনী তাবাসসুম ও মেয়ে বিথী একই রুমে ঘুমাতে যায়। এর মধ্যে রাত সাড়ে ৯ টার দিকে ফাহাদ তার স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় ছোট বোন বিথীকে ফোন দেয়। এ সময় ভাবীকে বিছানায় না পেয়ে খোঁজাখুজির পর ঘরের পিছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। তিনি আরো বলেন, তার ছেলের বউয়ের সাথে একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনির (২৭) পরকীয়া প্রেম চলছিল। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। পরিবারটির ধারণা পরকীয়া প্রেমের জের ধরে রনি তানিয়াকে হত্যা করে। এদিকে,তানিয়ার বাবা আবুল হোসেন জানান, মেয়ের পছন্দ মতই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই হত্যা করুক না কেন খুনীদের শাস্তির জোর দাবী করেন তিনি।লাশের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো.মাসুদুর রহমান বলেন, নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে।