মানিকগঞ্জের দৌলতপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার ২৭ নভেম্বর বেলা ১১২ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় ।
মানসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মেহরুবা পান্না ,দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সহ -সভাপতি আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: নূরুল ইসলাম কুন্টু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম ,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন,খলসী ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, চরকাটারী ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী,দৌলতপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আরফান আলী, দৌলতপুর বাজার বণিক সমিতির সমন্বয়ক মোঃ জহির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রেহেনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মাসুদুর রহমান সজীব, ছাএ সমন্বয়ক ইসরাফিল ও জুবায়ের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা উন্নয়ন থেকে বঞ্চিত দৌলতপুর উপজেলাকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান। বক্তরা আরোও বলেন দীর্ঘ ১৫ বছর প্রকল্পের নামে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক। এছাড়া বিভিন্ন রাস্তা ঘাটের বেহাল দশা, মাদক, ইভটিজিং ,বাল্যবিবাহ, বাস টার্মিনাল নির্মাণ, উপজেলা বাজার ও দৌলতপুর বাজার সংস্করণ, টিসিবি তালিকা হালনাগাদ,ভিজিএফ কার্ড নতুন তালিকা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম সকল বিষয় দেখবেন বলে উপস্থিত সবাইকে আশ্বাস প্রদান করেন।