আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে। আজ সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কিরে পুনরায় বটতলায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য পেশ করেন। আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ উপস্থিত ছিলেন।
বক্তারা ভারতকে কঠিন হুশিয়ারি দিয়ে বলেন, যদি তারা দূতাবাসে সুরক্ষা দিতে ব্যার্থ হয়, তাহলে প্রয়োজনে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে। উগ্র হিন্দুত্ববাদীদের এই ধরণের ন্যাক্কারজনক ঘটনার জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে মাত্র ৩৬ দিনে বিনা অস্ত্রে পতন ঘটাতে পারলে ভারতসহ কোন আধিপত্যবাদকে এদেশের হুকুম চালাতে বরদাস্ত করা হবে না।