আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় মানিকগঞ্জের দৌলতপুরে ৫ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও সন্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ রেহেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম।
এসময় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ নারীকে সংবর্ধনা ও সন্মানন ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন, সফল জননী হিসেবে আলেয়া বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সেলিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেলোয়ারা বেগম , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জহুরা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাবিনা বেগম।