Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
শেখ হাসিনা সরকার ছিল ভারত নির্ভর সরকার : রিজভী 

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫

|

৭ মাঘ ১৪৩১

|

১৯ রজব ১৪৪৬

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫

|

৭ মাঘ ১৪৩১

|

১৯ রজব ১৪৪৬

ABC News

শেখ হাসিনা সরকার ছিল ভারত নির্ভর সরকার : রিজভী 

ষ্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৯ ডিসেম্বর ২৪

শেখ হাসিনা সরকার ছিল ভারত নির্ভর সরকার : রিজভী 

বাংলাদেশের নাগরিকদের যে অধিকার আছে, স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, তাদের যে কথা বলার অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে এবং প্রত্যেকে মিলে মিশে একসঙ্গে বসবাস করার অধিকার আছে। সেই অধিকারে শুরু থেকেই বিশ্বাস করতো না আওয়ামী লীগ। বাবার আমল থেকে বিশ্বাস করত না। এই জন্য বাবার আমল হচ্ছে বাকশাল। আর বাবার সেই বাকশাল প্রতিষ্ঠা করে বহাল রাখতে চেয়েছিলো শেখ হাসিনা। বিএনপি আয়োজিত এক জনসভায় এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। 

 

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রুপসা গ্রামের শহিদ রফিকুল ইসলামের বাড়িতে "আমরা বিএনপি পরিবার" আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ছিল ভারত নির্ভর সরকার। নিজের দেশের চেয়ে ভারতের চিন্তাই বেশি করতেন তিনি। ব্যবসা বাণিজ্যেও ভারত নির্ভর ছিলো। যে কারণে বিদ্যুত নিয়ে আদানির সঙ্গে এমন চুক্তি করেছিলো শেখ হাসিনার সরকার। যে কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আর হাসিনার পক্ষ নিয়ে সে দেশের মিডিয়াগুলো ডাহা মিথ্যা প্রচার করে চলছে। বাংলাদেশের বদনাম হয় এমন কাজগুলো ইচ্ছে করেই করছে সেই দেশের মিডিয়া।

শেখ হাসিনার আমল ছিলো বর্বরতায় ভরপুর। তার এই বর্বরতায় সহায়তা করেছে পুলিশ। হাসিনা ভেবেছিলো এই ভাবে সব বাহিনী তাকে সাপোর্ট করবে। কিন্তু তা হয়নি। দেশের ছাত্র জনতার সঙ্গে জাগ্রত হয়েছিলো সাধারণ মানুষ। দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদেরকে সম্মান দিতে হবে। তাদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। আহত ও নিহত পরিবারের সুযোগ সুবিধা বৃদ্ধিতে বিএনপি কাজ করবে বলে জানান  রিজভী।

"আমরা বিএনপি পরিবার"- এর সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি আফরোজা খান রিতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রফিকুল ইসলাম ও সাদের বাবা, আহত কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অনেকেই।

পরে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এড. রুহুল কবির রিজভী।