দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ কমিটির জনবল, স্কুল শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে দৌলতপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম । বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ তৌফিক আজম । এ সময় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী,উলাইল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, চরমাস্তুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম নূরু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মজুমদার।এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।