"অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে দৌলতপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাতগ্রস্থদের পূর্ণবাসন কেন্দ্র (সিআরপি) মানিকগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় দৌলতপুরের বাস্তবায়নে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের জেলা সমন্বয়ক ফিরোজ আল মামুন।