মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ (শনিবার) ১৪ ই ডিসেম্বর দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সকাল ৯ টায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়,পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন অফিস, এনজিও ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মোছাঃ মেহেরবা পান্না, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা রশিদ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, দৌলতপুর বাজার কমিটির সমন্বয়ক মোঃ জহির আহমেদ,ছাত্র প্রতিনিধি জুবায়ের হোসেন ও অন্তর প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর ফিরোজ ।
বক্তারা বলেন, স্বাধীনতার পূর্বমুহূর্তে দেশের সকল শ্রেণী-পেশার বুদ্ধিজীবীদের হত্যা করেছে যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়। স্বাধীনতার পরবর্তী দেশ চালাতে ব্যর্থ হয়। কিন্তু তাদের সেই পরিকল্পনাকে ব্যর্থ করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে রাজনৈতিক দল ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দিতে হবে। তবেই বুদ্ধিজীবী দিবসের আলোচনা সফল হবে।