
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এস এস সি ব্যাচের ২৪ টিমের ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ক্রিকেট টুর্নামেন্টের বি- গ্রুপ -২০১২ ও সি -গ্রুপ ২০১৪ সেমিফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন অত্র স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র সাবেক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান, ছাত্র প্রতিনিধি শান্ত মির্জা প্রমুখ।
খেলা পরিচালনা করেন মিলন ও গোপাল হোসেন।
ধারাভাষ্যে ছিলেন শহিদুল ইসলাম শহিদ ও কামাল হোসেন।
খেলায় সার্বিক দায়িত্বে রয়েছেন মাহবুব হোসেন, মোঃ এরশাদ আলী, রাসেল হোসেন, মোঃ মিলন হোসেন, হাবিবুর রহমান,স্বপন, মোঃ আজাদ, আব্দুল মালেক,মোয়াজ্জেম,জামাল,জুলহাস প্রমুখ।
টসে জিতে প্রথমে ব্যাট করেন ২০১২ ব্যাচের খেলোয়াড় ১৫ ওভার শেষে ১৪২ রান । পরে খেলেন ২০১৪ ব্যাচের খেলায় ১৪ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান করে বিজয়ী হন । এবং ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।
এ সময় উদ্বোধনী ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল দেলোয়ার হোসেন বলেন -ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। আমি নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে, তা সন্দেহাতীত। তবে সেই পরিবর্তিত জীবনধারা যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এজন্য আমাদের প্রত্যেকেই খেলাধুলার প্রতি মনোযোগ থাকতে হবে।