
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ২০২৫ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ।
১৩ জানুয়ারি সোমবার সকাল ১০ টা থেকে ২ দিন ব্যাপী বিজ্ঞানমেলা দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে।মেলার তত্ত্বাবধানে: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্টপোষকতায়: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ।
জানাগেছে - এই মেলায় ১৯ টি মাধ্যমিক স্কুল ও কলেজ সহ দৌলতপুর থানা, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,যুব উন্নয়ন অধিদপ্তর সহ ৩০ টির ও অধিক ষ্টোল অংশগ্রহণ করছেন।
বিজ্ঞান মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম।উপজেলা নিবার্হী কর্মকর্তার সহধর্মিনী আফ্রিদা আসাদ, বিবিসি কলেজের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মেহরুবা পান্না ,মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের সামনে এলিট মশা নিয়ে আলোচনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তার আহসানুল আলমের সহধর্মিণী আফ্রিদা আসাদ।
এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম বলেন - এবার ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ২০২৫ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ৩০ টিরও অধিক ষ্টোল থাকবে। এবার বিজ্ঞান মেলার পাশাপাশি আমরা অনেক কিছু সংযুক্ত করেছি এর মধ্যে হস্তশিল্প, পিঠা উৎসব সহ বিভিন্ন কিছুর স্থান পাচ্ছে । এবং উৎসবমুখর পরিবেশে সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং স্টলের জয়ী প্রতিযোগী অংশ গ্রহণ কারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন শেষে পৃথকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্য উৎসব উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।