
"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ২০২৫ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।
১৩ ও ১৪ জানুয়ারি ২ দিন ব্যাপী বিজ্ঞানমেলা দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।মেলার তত্ত্বাবধানে: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পৃষ্টপোষকতায়: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ।
জানাগেছে - এবারের মেলায় ১৯ টি মাধ্যমিক স্কুল ও কলেজ সহ দৌলতপুর থানা, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,যুব উন্নয়ন অধিদপ্তর সহ ৩০ টির ও অধিক ষ্টোল অংশগ্রহণ করছেন। এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাধ্যমিক শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, একাডেমিক সুপারভাইজার মাইনুল ইসলাম, তালুকনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, থাকনা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও শিক্ষার্থীরা মেলায় অংশ গ্রহণ করে।
এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম বলেন - এবার ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা ২০২৫ এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ৩০ টিরও অধিক ষ্টোল অংশগ্রহণ করে। এবার বিজ্ঞান মেলার পাশাপাশি আমরা অনেক কিছু সংযুক্ত করেছি এর মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, হস্তশিল্প, পিঠা উৎসব সহ বিভিন্ন কিছুর স্থান পায় । উৎসবমুখর পরিবেশে সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫ অনুষ্ঠিত হলো। স্টলের জয়ী প্রতিযোগী অংশ গ্রহণ কারীদের আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।