
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা ঐতিহ্যবাহী দৌলতপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো জমকালো ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ।
গতকাল শনিবার সন্ধ্যা ৭ টার দিকে দৌলতপুর স্বর্গীয় মোহন সাহার বাড়িতে যুব সমাজের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আট টিমের ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় আমতলী কে হারিয়ে বিজয়ী দৌলতপুর এবং দৌলতপুর থানা কে পরাজিত করে বিজয়ী মানিকগঞ্জ ।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি জেওএম তৌফিক আজম ও দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রানেশ চন্দ্র রায় ।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সেনা সদস্য মোঃ মিলন হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছাএ প্রতিনিধি শান্ত মির্জা।এসময় উপস্থিত ছিলেন বিবিসি কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, লন্ডন বিএনপির সভাপতি প্রবাসী মোস্তাক আহমদ,সিনিয়র শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম কুন্টু , বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা দুদকের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোকছেদ হোসেন, অক্সফোর্ড স্কুলের পরিচালক বিশ্বজিৎ আচার্য, ডাঃ গোপাল চন্দ্র, জিয়নপুর বেলায়েত হোসেন কলেজের শিক্ষক মানিক চন্দ্র রুদ্র,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিম, সরকারি মতিলাল ডিগ্রী কলেজ শাখার সাবেক ছাত্রদলের সভাপতি বাবুল হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম ও মারফত আলী, উপজেলা যুবদল নেতা ফারুক হোসেন,চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন ও সদস্য সচিব হামেদ, ছাত্র নেতা পলাশ, মোবারক, জিসান, সজিব ও পলাশ সহ দৌলতপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।