
মানিকগঞ্জে দৌলতপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার ২১ শে জানুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৪ টার সময় দিকে উপজেলা পরিষদের হল রুমে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ২০ জানুয়ারি সকাল ১০টায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫’–শুরু হয়েছে ।সমন্বয় সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাদ্দাম হোসেন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব সহ বিভিন্ন দলের নেতাকর্মী সহ আরোও অনেকে ।
সমন্বয় সভায় উপজেলা নির্বাচন অফিসার ভারপ্রাপ্ত মোঃ সাদ্দাম হোসেন বলেন - গতকাল ২০ জানুয়ারি থেকে আমাদের উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে চলবে ৩ ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত।এর পর আমাদের ছবি তোলার কাজ আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলবে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এই ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হবেন ১-১-২০০৮ পর্যন্ত যাদের জন্ম শুধু তারাই এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়া যারা মৃত্যু বরণ করেছেন তারা এই তালিকা থেকে বাদ যাবেন। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য সংগ্রহের জন্য চলবে।
সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম বলেন- ৫ আগস্টের বিপ্লব আমাদের একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। নানাবিধ সুযোগের মধ্যে এই সুযোগটা হচ্ছে ভোটের অধিকার আদায়ের সুযোগ। যেদিন মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে নির্বিঘ্নে, স্বাধীনভাবে, ফেয়ারলি, উইদাউট অ্যানি ইন্টিমিডেশন, ভয়ভীতিহীনভাবে, সেদিন আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি এবং সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এই কাজ করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের দায়িত্ব শুধু ইলেকশন কমিশনের দায়িত্ব একার নয়, জাতীয় নির্বাচন যখন হয়, এটা আমাদের জাতীয় দায়িত্ব। তাই আমরা কেউ যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ি।সে জন্য আমাদের সবার প্রচার প্রচারণা বাড়াতে হবে।