
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছেন বলে মানিকগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার ধানমন্ডী আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হোসেন।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় গত ১৮ জুলাই ও ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা, জেলা বিএনপির কার্যালয় পোড়ানোসহ ৩টি মামলা রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার এসআই তানভীর হোসেন গণমাধ্যমকে জানান, বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে গোপন সংবাদ পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ সাংবাদিকদের জানান, রাজাকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ সদর থানায় আনা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।