বুধবার,

১৯ মার্চ ২০২৫

|

৬ চৈত্র ১৪৩১

|

১৮ রমজান ১৪৪৬

বুধবার,

১৯ মার্চ ২০২৫

|

৬ চৈত্র ১৪৩১

|

১৮ রমজান ১৪৪৬

ABC News

দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠান 

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ১১:০০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২৫

আপডেট: ১১:০৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২৫

দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের রোভার স্কাউট  গ্রুপের দীক্ষা অনুষ্ঠান 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরকারি মতিলাল ডিগ্রী কলেজে রোভার স্কাউট কর্তৃক আয়োজিত নবাগত সদস্যদের জন্য দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার সকালে কলেজ মাঠে  দীক্ষা অনুষ্ঠানে উদ্বোধক ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্ত । এসময় অধ্যক্ষ  প্রফেসর সত্যজিৎ দত্ত নবাগত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করতে হবে । তিনি আরো বলেন, শৃঙ্খলা ছাড়া কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না । আজকের এই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে তা সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনকে আরো গতিশীল করে তুলবে। তাছাড়াও নতুন প্রজন্মের তরুণদেরকে দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে । অনুষ্ঠান সঞ্চালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহানুর ইসলাম । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ জনাব রুহুল আমিন,  স্কাউটের গাইড শিক্ষক  রহিমা আক্তার, শরীর চর্চা  শিক্ষক তাপস কুমার শীল, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ  । উল্লেখ্য যে, কলেজের ইতিহাসে এই প্রথম দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।