Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
দৌলতপুরে ভূয়া  সাংবাদিক নারীসহ ৩ জন আটক ও ১ মাসের কারাদণ্ড

বুধবার,

১৯ মার্চ ২০২৫

|

৬ চৈত্র ১৪৩১

|

১৮ রমজান ১৪৪৬

বুধবার,

১৯ মার্চ ২০২৫

|

৬ চৈত্র ১৪৩১

|

১৮ রমজান ১৪৪৬

ABC News

দৌলতপুরে ভূয়া  সাংবাদিক নারীসহ ৩ জন আটক ও ১ মাসের কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ১০:২০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২৫

দৌলতপুরে ভূয়া  সাংবাদিক নারীসহ ৩ জন আটক ও ১ মাসের কারাদণ্ড

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ে ৩ ভূয়া সাংবাদিক আটক। ভ্রাম্যমান আদালতে ১ নারীকে ৭ দিনের ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের জনৈক আব্দুল গাফফার নামক একজন মুদি দোকনাদারকে অন্যায় ভাবে কিছু লোক ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে তাহার দোকান ভেঙে অন্যত্র যেতে বলে। এবং দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয় ।পরে স্থানীয় লোকজন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আহসানুল আলম ভারপ্রাপ্ত ও থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজমকে ফোন করলে ঘটস্থলে গিয়ে যাচাই করার পর  ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ধৃত আসামী ১। সাইফুল ইসলাম শাহিন(৬০), পিতা : মৃত নুরুল হক, সাং: বি/ ২১ জয়রা,থানা+ জেলা: মানিকগঞ্জ, ২। সুমন আহমেদ (৩২), পিতা:মোশারফ হোসেন, সাং: বালিটেক,থানা+জেলা: মানিকগঞ্জ দের ০১ মাসের কারাদণ্ড এবং ০৩। লাইলী আক্তার(২৫), পিতা: ইসমাইল হোসেন, সাং: জয়রা, থানা + জেলা: মানিকগঞ্জ কে ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এবিষয়ে স্থানীয় এক ব্যক্তি নূরালী মিয়া বলেন সাংবাদিক পেশা একটি সম্মানজনক পেশা। পেশাকে কিছু  অপেশাদার লোকজন অতি লোভে সাংবাদিক সেজে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে পেশাকে কলঙ্কিত করছে ।আমরা এসকল ভূয়া সাংবাদিকদের বিচার চাই।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ ওসি জেওএম তৌফিক আজম বলেছেন - এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে বলেছেন সাংবাদিক পরিচয় দিয়ে ভূয়া ৩ জন সাংবাদিক আবুডাঙ্গা গ্রামে ঢুকে দোকান ভাঙচুর করেছে। পরে বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলমকে অবগত করলে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।

এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন- সাংবাদিক পরিচয়ে ভাংচুরের অভিযোগে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমানিত হলে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ ধারা অনুযায়ী ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।