মানিকগঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে In House Training Program অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩রা জুলাই বুধবার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ( এন,পি,আই) মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত শিক্ষকদের দক্ষতা উন্নয়নে In House Training Program টি অনুষ্ঠিত হয়।এন, পি, আই ইনস্টিটিউট এর পরিচালক ড. প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো: আমীর হোসেন। সেই সাথে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের দক্ষতা,ও মানউন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের কৌশল ও মানবিক আচড়নের মধ্য দিয়ে শিক্ষকদের দূরদর্শিতা লাভের উপায় নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়।