
ছবির ক্যাপশন: অনুষ্ঠানের প্রধান অতিথি আহসানুল আলম কে কেক খাওয়াচ্ছেন ওসি তৌফিক আজম।
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য সর্ববৃহৎ প্রতিষ্ঠান দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোরআন তেলাওয়াত,গীতা পাঠ,দলীয় সঙ্গীত,শপথ বাক্য পাঠ,শান্তির পায়রা উড়ানো, ও মশাল জ্বালিয়ে দিনের শুভ সূচনা,কেককাটা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আহসানুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার এমদাদুর রহমান তালুকদার, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জে. ও. এম তৌফিক আজম, বিদ্যালয়ের দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য অ্যাডভোকেট শিপ্রা রানী ।
এসময় উপস্থিত ছিলেন - উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি গোলাম মোস্তফা, বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবদুস সালাম মাস্টার, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী , প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,থানা যুবদলের আহবায়ক গোলাম মোহাম্মদ সেলিম , সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম সেন্টু, বীরমুক্তিযোদ্ধা ও দুদকের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো:মিলন হোসেন, ছাত্র দলের সাবেক সদস্য সচিব বাবু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় সিনিয়র শিক্ষক জেন্না মিয়া।