কুড়িগ্রামে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রামে অধিকসংখ্যক উদ্দ্যোক্তা তৈরির লক্ষ্যে জেলা আউটার স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম জেলা বিসিক'র আয়োজনে ৮ হতে ১৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়।
মেলার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, নাসিব কুড়িগ্রামের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কুড়িগ্রাম বিসিক এর উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাঈদ হাসান লোবান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার সহ কুড়িগ্রাম জেলার উদ্যোক্তাবৃন্দ।
মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য ও হস্ত কুটির শিল্পের বিভিন্ন পন্য স্টলে প্রদর্শিত করছে ।
কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের উদ্দ্যোক্তারা যাতে দেশে বিদেশে তাদের ব্যবসাকে নানামাধ্যমে সম্প্রসারিত করতে পারেন, সেলক্ষ্যে অতিথিবৃন্দ উদাহরন, প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।