মানিকগঞ্জের ঘিওরে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে কৃষকের ঈদ বিনোদন অনুষ্ঠিত হয়েছে। এতে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা, নাচ, গান, ঘোড়দৌড়সহ নানা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।
গ্রামীণ আবহে কয়েকশত কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যতিক্রমী ও মজার সব খেলাধুলার আয়োজন দেখতে উপচে পড়া ভিড় জমে। কৃষকদের জারি, সারি, ধুইয়া গান, স্থানীয় শিল্পীদের নাচ, গান, তৈলাক্ত কলাগাছে ওঠা, পানির ওপর বালিশ খেলা, কুস্তি, হাডুডু, ঘোড়দৌড়, কৃষাণীদের পাতিল ভাঙাসহ নানা খেলাধুলা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
গতকাল শুক্রবার উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ -১ আসনের এমপি আলহাজ্ব সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, নবনির্বাচিত চেয়ারম্যান মাহাবুবুর রহমান জনি, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম খান, দৌলতপুর উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান নাঈম প্রমুখ ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন, ঘিওর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল ও বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ গোলাপ খান।