প্রতিকী ছবিঃ
সৌদি আরবে স্থানীয় সময় মঙ্গলবার খোবার এলাকার আবু হাদরিয়া সড়কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হয়েছেন।
নিহতরা হলেন আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া, বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী ও নূর আলমের ছেলে নয়ন সর্দার। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।
সৌদির বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত তিন শ্রমিক হাইওয়ের পাশে ফার্মে কাজ করছিলেন। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।