ছবিঃ সংগৃহীত
রাজধানী কুয়ালালামপুরে সোমবার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ শেষে প্রবাসীরা জড়ো হয়েছেন চিরচেনা কোতারায়া বাংলাদেশী মার্কেটে।প্রবাসীদের পদচারণায় মুখরিত কুয়ালামপুর বাংলাদেশী মার্কেট। বাংলাদেশী প্রবাসীরা টানা দুই বছর পর এমন বাংঙ্গালী মিলন মেলা অনুভব করছে।
করোনা মহামারিতে দীর্ঘ সময় এ জায়গাটি নিস্প্রাণ ছিল। ব্যবসায়ীরা কোনো মতে ব্যবসা পরিচালনা করেছেন। টানা দুই বছরপর সরকারের দেয়া বিধি নিষেধ তুলে নেয়ায় প্রাণ ফিরে পেয়েছে কোতারায়া বাংলাদেশী মার্কেট। ব্যবসায়ীদের মাঝেও ফিরেছে স্বস্তি।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ! এ কথা সবাই মানলেও, প্রবাসীদের জীবনে এর বাস্তবতা খুঁজে পাওয়া দুষ্কর। প্রবাসীদের ঈদ উদযাপন ভিন্নরকম। প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটাও কষ্টকর।
কুয়ালালামপুর বিভিন্ন সেক্টর ঘুরে দেখা গেছে ঈদের দিনেও ছুটি নেই। প্রবাসীরা প্রতিদিনের মতো কাজ করছেন।জানতে চাওয়ায় স্বজন ছাড়া ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি ফেলেছেন অনেকেই।
যে প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তারাই তাদের প্রত্যেকেরই ক্যালেন্ডারের পাতায় বয়েছে উৎসবহীন দিন। কিন্তু তারপরও জীবন থেমে থাকে না। পরিবারের সদস্যদের মুখে হাসি দেখেই সব ভুলে যান এই প্রবাসীরা।