Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
ফুলবাড়ীতে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত অবসরে আসা পুলিশ সদস্য

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

ফুলবাড়ীতে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত অবসরে আসা পুলিশ সদস্য

ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২২

ফুলবাড়ীতে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত অবসরে আসা পুলিশ সদস্য

চাকুরী জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে অবসর জনিত বিদায় নিয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান মনির। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায়। মনির ১৯৮৪ সালের ৩০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন। দীর্ঘ ৩৮ বছর‌ সুনামের সাথে চাকুরী জীবন শেষে নিজ জন্মস্থানে আসায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছে এলাকাবাসী।  

বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) চাকুরী জীবন থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার চাকুরী জীবনের শেষ কর্মস্থল লালমনিরহাট সদর কোর্ট। কর্মস্থল থেকে বিদায়ের পর  লালমনিরহাট পুলিশ লাইন থেকে আনুষ্ঠানিক বিদায় দিয়ে তাকে পুলিশের সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়।  এ সময় পুলিশ লাইনের আর আই  কামরুল হাসান,আর ওয়াই  রিজার্ভ অফিস মাহামুদুন্নবী,আরও ফরহাদ হোসেনসহআরো অনেকে সঙ্গে ছিলেন।বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে তার নিজ বাড়িতে আসার পর এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে মনিরকে বরণ করে নেয়। এরপর তিনি তার মরহুম পিতা-মাতার কবরের পাশে গিয়ে দোয়া ও মোনাজাত করেন।

সদ্য অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনিরুজ্জামান ওই গ্রামের মরহুম মোহাম্মদ আলীর ছেলে। স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তার সংসার। ছেলে ও বড় মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। ছোট মেয়ে রংপুরে অনার্স অধ্যায়নরত। ছেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখন চাকুরীরত। বড় মেয়ে পুলিশে চাকুরী করেন। অনেক কষ্ট করে হলেও সন্তানদের প্রতিষ্ঠিত করেছেন। 

মনিরুজ্জামান মনির  বলেন, চাকরি জীবনে কখনও দায়িত্বে অবহেলা করিনি, অত্যান্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের সঙ্গে ভালোই সময় কেটেছে। বিদায়ের মুহূর্তে স্যারেরা সহ সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। এদিকে নিজ এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীগণ ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়ায় তিনি খুবই অভিভূত হয়েছেন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সময় আনন্দে অশ্রু ঝরে তার।