অভিনেত্রীর জয়রথ যেন ছুটেই চলেছে। ক্যারিয়ার বদলে দেওয়া ছবি ‘রেহানা মরিয়ম নূর’ চলছে দেশের প্রেক্ষাগৃহে। এই ছবির পর সৃজিত মুখার্জির সিরিজ করলেন, শুটিং করে এলেন বিশাল ভরদ্বাজের হিন্দি সিরিজের। এ সপ্তাহে ঘোষণা দিলেন নতুন ছবির। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাদিক আহমেদের ‘আ ব্লেসড ম্যান’ করবেন বাঁধন, সঙ্গে থাকবেন তাহসান।