Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
টাঙ্গাইলের সোনিয়া নার্সিং হোমে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

টাঙ্গাইলের সোনিয়া নার্সিং হোমে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

প্রকাশিত: ০২:১৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২৩

টাঙ্গাইলের সোনিয়া নার্সিং হোমে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

ছবি - এবিসি নিউজ

টাঙ্গাইলে সোনিয়া নার্সিং হোমে আবারও ভুল চিকিৎসায় মনোরঞ্জন দাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার(৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার সোনিয়া নার্সিং হোমে এই ঘটনা ঘটে। মৃত মনোরঞ্জন দাস (৪৫) দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের সোরা দাসের ছেলে।জানা গেছে, মনোরঞ্জন দাস গত ৪ দিনযাবত জ্বরে ভুগছিলেন। শনিবার সকালে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয় তাকে। সেখানে এক দালালের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য সোনিয়া নার্সিং হোমে তাকে ভর্তি করেন স্বজনরা। নিয়ম অনুযায়ী ইসিজি ও ডায়বেটিস টেস্ট করানো হয় তার। এ সময় রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ মনিরুল ইসলাম রোগীকে ইনজেকশক পুশ করেন। ইনজেকশক দেওয়ার পরপরই রোগীর শ্বাসকষ্ট আরও বেড়ে যায় ও অবস্থার অবনতি ঘটে। পরে ডাক্তার এক্সরের জন্য রোগীকে রুমে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।মৃতের শ্যালক বৃন্দাবন ও ভাতিজা জয় দাস বলেন, মনোরঞ্জনকে প্রথমে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করেন তারা। সেখানে ডাক্তার আসতে দেরি হওয়ায় এক দালালের মাধ্যমে সোনিয়া নার্সিং হোমে নিয়ে যান। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মোঃ মনিরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ডাক্তার ইনজেকশন পুশ করার পরপরই রোগীর শ্বাসকষ্ট বেড়ে যায়। বিষয়টি ডাক্তারকে জানালে রোগীকে এক্সরে করার জন্য রুমে নেন, সেখানেই মনোরঞ্জনের মৃত্যু হয়।

তারা আরও জানান, মৃত্যুর পরে তার ব্যবস্থাপত্রে ঢাকায় রেফার্ড লিখে দেন ডাক্তার। ডা. মনিরুল ইসলামের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদ করায় নার্সিং হোমের কর্মচারীরা আমাদের ওপর চড়াও হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা।

সোনিয়া নার্সিং হোমের ম্যানেজার বাবুল সরকার বলেন, গত চারদিন যাবত জ্বর থাকায় রোগীর প্রেসার কমে যায়। এ কারণেই তার মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে, এটা সঠিক নয়। রোগীর স্বজনদের ওপর চড়াও হওয়ার বিষয়টিও অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে সোনিয়া নার্সিং হোমের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম জানান, ‘রোগীকে মুমূর্ষু অবস্থায় ক্লিনিকে আনা হয়। রোগীর প্রেসার কমে যাওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করি। রেফার্ড করার পর মৃত্যু হলে আমি কী করবো?’