মানিকগঞ্জে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ মার্চ সোমবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত" শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যােগে, মানবিক রক্ত গ্রুপ, মানিকগঞ্জের পরিচালনায়, মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লার সার্বিক তত্ত্বতাবধায়নে, সহযোগীতায় ছিলেন ,মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল, শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্মসচিব শফিকুল ইসলাম সেতু, যুগ্ম-সচিব মো: রমজান আলী। শতরূপা শান্তি নিকেতন বৃদ্ধাশ্রমের জমিতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শত নারী পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস পরীক্ষা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: সোহাগ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মাহিন, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক শফি আলম, এসএসসি ৯৭ ব্যাচের ইন্জিনিয়ার আমিনুর রহমান, মোশাররফ হোসেন, মো: সেলিম মিয়া, মোহাম্মদ আলী, মো: শরীফুল ইসলাম এবং সঞ্চালনায় আর.কে জুয়েল প্রমুখ।
এ সময় সতর্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সোহাগ হোসেন বলেন- বিগত তিন বছর যাবত এই ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করে আসছি। এই প্রতিষ্ঠান পুরোটাই সেবামূলক। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সমাজে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করা, দেশের বিভিন্ন স্থানে কোরআন শিক্ষায় মাদ্রাসা নির্মাণ, দেশের বিভিন্ন স্থানে বই লাইব্রেরি নির্মাণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে। এছাড়া অসহায়দুস্থদের উপবৃত্তির মাধ্যমে লেখাপড়ার দায়িত্ব নিয়ে কাজ করছে মানবিক উন্নয়ন ফাউন্ডেশন ।।আশা করি আগামী ২বছরের মধ্যে এই প্রতিষ্ঠান আরো বহুগুনে এগিয়ে যাবে। একারণে সকলের সহযোগিতা কামনা করে বলেন ইতোমধ্যেই বাংলাদেশ সহ ইতালির প্রায় ৪ শতাধিক সদস্য রয়েছে এদের প্রতি মাসের ইনকামের একটি অংশ দিয়ে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।