শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

১ পৌষ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

১ পৌষ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

দৌলতপুরে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২৪

আপডেট: ০৯:৩৪ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২৪

দৌলতপুরে  হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার "হার পাওয়ার" প্রকল্পের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ বিতরণ করা হয়। 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৮০ জন প্রশিক্ষণার্থী পেল ল্যাপটপ ।

বিতরণ অনুষ্ঠানে কোডাসট্রাস্ট  বৃহস্পতিবার সকালে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় আসতে পারেননি।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, আইসিটি কর্মকর্তা রণজিৎ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মমিনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর ফিরোজ, জনস্বাস্থ্য প্রকৌশলী শুভঙ্কর মন্ডল, বাছামারা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, চরকাটারি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।

 

এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আশিকুর রহমান চৌধুরী জানান চারটি গ্রুপে ২০ জন করে মোট ৮০ জনকে চারটি ট্রেডের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে যাতে পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সে কারণেই মূলত তাদেরকে আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেককেই একটি করে উন্নত মানের ল্যাপটপ প্রদান করা হয়েছে বাড়িতে যখন সুযোগ পাবেন এই সময়টুকু আপনারা কাজে লাগাবেন এবং ফ্রিল্যান্সিং শিখে আয় রোজগার করে সংসারের সহযোগিতা ও শান্তি ফিরে আসবে।