সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। এর কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্য দেশের ছড়িয়ে পড়তে পারে, যা অগ্রহণযোগ্য বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।
গতকাল মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে ইসরাইলের বিমান হামলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফোনালাপে দুই মন্ত্রীই জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে মীমাংসার জন্য বাইরের শক্তিতে ডেকে আনা বিপজ্জনক পদক্ষেপ।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ ইসরায়েলের ভেতরে অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা অন্তত তিনবার সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এতে সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দর কয়েক দিনের জন্য অচল হয়ে পড়ে।
এর মধ্যে একটি হামলার কথা স্বীকার করেছেন জার্মানিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন, ইরান থেকে অস্ত্র সরবরাহ বিঘ্নিত করার জন্য সিরিয়ার ওপরে এই হামলা চালানো হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ দিন ধরে সংঘাত চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ দিনের সংঘাতে ৮ হাজার ৫২৫জন নিহত হয়েছেন, যার মধ্যে সাড়ে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল।