থাইল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা ওড়ালেন চিকিৎসক ট্রায়াথলেট শাহ্ আলম সিদ্দিকী লালন।
তিনি গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে থাইল্যান্ডের বাংসেন বীচে স্থানীয় সময় ভোর ৬.২৫ ঘটিকায় ‘গালফ অফ থাইল্যান্ড’ সাগরে ১.৯ কিমি সাঁতারের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়। পর্যায়ক্রমে পাহাড়ি উঁচুনিচু রাস্তায় ৯০ কিমি সাইক্লিং এবং ২১.১ কিমি ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে এই ট্রায়াথলন প্রতিযোগিতাটি শেষ হয়। ৩ টি ভিন্ন ভিন্ন খেলার সমন্বয়ে আয়রনম্যান ট্রায়াথলন রেস ১ দিনের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং স্পোর্টস হিসেবে খ্যাত।
প্রতিযোগিতায় ইনডিভিজ্যুয়াল ক্যাটাগরিতে প্রায় ১২০০ এবং রিলে ক্যাটাগরিতে প্রায় ৮০০ সহ মোট ২ হাজার প্রতিযোগি প্রতিদ্বন্দ্বিতা করেন। ডাঃ শাহ্ আলম ৫০ মিনিটে সাঁতার, ৩ ঘন্টা ৩১ মিনিটে সাইক্লিং এবং ৩ ঘন্টা ১১ মিনিটে দৌড় কোর্স সফলভাবে সম্পন্ন করেন। ট্রানজিশন সহ আয়রম্যান রেসের সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে তার মোট সময় লাগে ৭ ঘন্টা ৫৫ মিনিট।
পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক এবং বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দায়িত্বরত রয়েছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ অন্যান্য অংসক্রামক রোগ প্রতিরোধে ডাঃ শাহ্ আলম প্রান্তিক পর্যায়ে কাজ করছেন এবং দীর্ঘ সময়ের এডুরেন্স স্পোর্টস তথা ম্যারাথন দৌড়, সাইক্লিং, সাঁতারের মাধ্যমে জনসাধারণের মধ্যে এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দক্ষিন বঙ্গের শরীয়তপুর জেলায় জন্ম গ্রহণকারী ডাঃ শাহ্ আলম ছোটবেলা থেকেই স্কুল, কলেজ পর্যায়ে কৃতিত্বের সাথে বিভিন্ন এথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অতঃপর পেশাগত জীবনে ম্যারাথন, আল্ট্রা-ম্যারাথন, সাইক্লিং ইত্যাদি খেলায় সে ধারা অব্যাহত রাখেন। তিনি একজন সৌখিন পর্বতারোহীও। গত বছর এপ্রিল-মে মাসে তিনি ৫৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেইজক্যাম্প সহ সম উচ্চতার কয়েকটি পর্বত ও পাস আরোহণ করেন।