Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/banglam2/abcnews.com.bd/common/config.php on line 162

Warning: session_start(): Session cannot be started after headers have already been sent in /home/banglam2/abcnews.com.bd/details.php on line 108
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আত্মহত্যার ঘটনা বেড়েছে

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪

|

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

|

১১ জমাদিউস সানি ১৪৪৬

ABC News

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আত্মহত্যার ঘটনা বেড়েছে

অনলাইন ডেস্ক   

প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৯ জানুয়ারি ২২

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় আত্মহত্যার ঘটনা বেড়েছে

দেশের বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর এর মধ্যে প্রায় ৬২ শতাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।তবে আত্মহত্যা-প্রবণতা ছাত্রীদের চেয়ে ছাত্রদের বেশি।

দেশে প্রায় ৫০ টি জাতীয় ও স্থানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষন করে সংখ্যাটি প্রকাশ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আচল ফাউন্ডেশন। শনিবার বেলা ১১ টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে তারা।

আঁচলের হিসাব অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে আত্মহত্যার প্রবণতা ছাত্রীদের থেকে ছাত্রদের বেশি। গত বছর আত্মহত্যা করা ১০১ জনের মধ্যে ৬২ জন বা ৬১ দশমিক ৩৯ শতাংশই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়া গত বছর মেডিকেল কলেজ অনার্স কলেজের ১২জন শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ২৩।

এছাড়া আত্মহত্যার প্রবণতা ২২ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে তুলনামূলকভাবে ,বেশি। এই বয়সসীমার ৬০ জন শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। থেকে ১৮থেকে ২১ বছর বয়সে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যা করেছে ২৭  জন।গবেষণায় বলা হয়, করোনাকালে আর্থিক টানাপোড়েন, পড়ালেখাও পরীক্ষা নিয়ে হতাশ, পারিবারিক সহিংসতা, অভিমানের কারণে আত্মহত্যার ঘটনা বেশি ঘটছে।

এর আগে ২০২০ সালে ৭৯ জন শিক্ষার্থীর আত্মহত্যা করেছিলেন।