এতদিন পর স্ত্রীকে দেখতে পেয়ে উমাপদ আবেগে বলে উঠলেন, ‘তুই শাঁখাটা এখনও রাখলি বউ।স্বামীকে দেখে কান্না চেপে রাখতে পারেননি স্ত্রী ভবানী দেবীও।দীর্ঘ ৩৭ বছর পর স্ত্রীকে খুঁজে পেলেন ভারতের পশ্চিমবঙ্গের উমাপদ বাউরি।
দক্ষিণ চব্বিশ পরগনার বকখালিতে সম্প্রতি এ ঘটনা ঘটে। হ্যাম রেডিওর মাধ্যমে স্ত্রীকে ফিরে পান উমাপদ।
ঝাড়খন্ডের বোকারো জেলার কুমারদাগার বাসিন্দা ভবানী দেবী। সুন্দরবন জেলা পুলিশের এসপির কার্যালয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দম্পতি।