
মানিকগঞ্জ দৌলতপুরে অপারেশন 'ডেভিল হান্ট' অভিযান চালিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি সহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, দৌলতপুর গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৪) দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি এবং দৌলতপুর উপজেলা চকমিরপুর ইউনিয়নের সমেতপুর গ্রামের মৃত নতুন আলী শেখের ছেলে ও চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম টুনা শেখ (৫২)।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জে.ও. এম তোফিক আজম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় দৌলতপুর থানা আইনশৃঙ্খলা বাহিনী রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি মতিলাল ডিগ্রী কলেজ শাখার সভাপতি সহ আওয়ামী লীগ নেতাকে বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী ভাঙচুর মামলায় অজ্ঞাত মামলায় গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়।