
কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লালোগানে সামনে রেখে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দৌলতপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে উলাইল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৪ ঘটিকার সময় কলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ছবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ ছালাম বাদল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাদের সিদ্দিকী।
এসময় বক্তব্য রাখেন -জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান দুলাল, দৌলতপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ আজহারুল ইসলাম, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান মাসুদ,জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি অধ্যাপক আবু সাঈদ মুশা, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ, মানিকগঞ্জ জেলা কৃষক দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রশিদ, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, কৃষক দলের তোতা মুন্সী প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন করেন জেলা কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফ হোসেন ও জেলা কৃষক দলের সদস্য আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া বলেছেন -আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান বলছেন আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে কৃষক দল। প্রতিটি ফ্যামিলি কে কৃষক কার্ড করে দেওয়া হবে। যাতে করে কোন কৃষক সার সংকট পোহাতে না হয়। কৃষকদের উৎপাদিত ফসল যাতে ন্যায্য মূল্য পায় সে দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি উপজেলায় কৃষকের ফসল রাখার জন্য হিমাগার করা হবে ।