বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

|

১৭ বৈশাখ ১৪৩২

|

০১ জিলক্বদ ১৪৪৬

বুধবার,

৩০ এপ্রিল ২০২৫

|

১৭ বৈশাখ ১৪৩২

|

০১ জিলক্বদ ১৪৪৬

ABC News

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা করণে দৌলতপুরে বিএনপির" উঠান বৈঠক"অনুষ্ঠিত

মোঃ শাহ আলম, বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২৫

আপডেট: ০৭:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২৫

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা করণে দৌলতপুরে বিএনপির

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ততা করণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকার সময় বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ও আহ্বায়ক জেলা বিএনপি মানিকগঞ্জ আফরোজা খান রিতা ।

উঠান বৈঠক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর, অ্যাডভোকেট আ .ফ .ম নুরতাজ আলম বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগুটিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন।

 

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, আমাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করছি আপনারা এগুলো ভালো করে পরবেন । আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। 

 ‘কৃষি প্রধান বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম কৃষকদের মর্যাদা দিয়েছেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রবর্তন করেন তিনি। কৃষি পণ্য রফতানি শুরু করেছিলেন। কৃষকদের ঘর থেকে অভাব দূর করে সমৃদ্ধি এনেছিলেন। এদেশের কৃষকরা শহীদ জিয়াকে তাদের সন্তান, ভাই মনে করতেন। তিনিই ছিলেন কৃষকদের প্রকৃত নেতা। এদেশের কৃষকদের হৃদয়ের প্রতীক হচ্ছে ধানের শীষ। আর আগামীতে বিজয়ের প্রতীকও হবে ধানের শীষ। তিনি আরো বলেন তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এগুলো সাধারন মানুষের কথা ভেবেই বলেছেন। তিনি বলেছেন একজন ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেনা।

    আরো পড়ুন