
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি জরিত থাকার অভিযোগে পৃথক স্থান থেকে ইউনিয়ন যুব লীগের সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন যুব লীগের সভাপতি আব্দুস ছালাম (৪৫) ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মুরাদ হোসেন (২৮)।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মুরাদ হোসেন হোসেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ এর ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার উপর হামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অন্যদিকে কলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছালাম সরাসরি ছাত্র-জনতার ওপর হামলার মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন বলেন, যুবলীগ লীগ নেতা ছালাম উপজেলার তালুক নগর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মোঃ মুরাদ হোসেন দৌলতপুর তার নিজ থেকে গ্রেফতার করা হয়েছে । পরে তাদের সংশ্লিষ্ট মামলায় দুপুরে আদালতে পাঠানো হয়েছে।