ছবিঃ সংগৃহীত
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায়।এতে ইমামতি করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুণী)।
শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিরা।
করোনার কারণে গত দুই বছর ঈদগাহে নামাজ আদায় করতে না পারায় এবার মুসল্লিদের ঢল নেমেছিলো শাহী ঈদগাহে। ঈদগাহ ছাড়াও আশপাশের প্রায় এক কিলোমিটার রাস্তায় বসেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সূত্রে জানা যায়, নগরের বিভিন্ন মসজিদে ৩৫৩টি ও ঈদগাহে ৯১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ পড়তে পারেন সেজন্য আজ সকাল সাড়ে ছয়টা থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখে পুলিশ প্রশাসন।
ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।